নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও চার বছরের শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃতরা হলেন- হাবিবুল্লাহ শিপলু (৩৫), তার স্ত্রী মোহিনী আক্তার মীম (২৮) ও চার বছরের ছেলে আফরান। শিপলুর বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাবিরন এলাকায়। পুলিশ জানায়, বউবাজারে পলাশ ভূঁইয়া সাততলা ভবনের চতুর্থ তলায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে পরিবারসহ বসবাস করতেন হাবিবুল্লাহ শিপলু। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- রোববার রাত থেকে সোমবার দুপুরের মধ্যে তাদের মৃত্যু হয়েছে। স্ত্রী-সন্তানকে হত্যার পর নিজে পাশের ঘরের ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন শিপলু। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির আহমেদ জানান, বিকাল ৫টার দিকে খবর পাই বাবুরাইল বউবাজারে একটি বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাটে তিনজনের মরদেহ পড়ে আছে। তিনি জানান,...