নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিক্ষকের শরীর টিপে না দেয়ায় ইমরান হোসেন (১০) নামের মাদ্রাসার এক আবাসিক ছাত্রকে পিটিয়ে আহত করে ৩ দিন আটক রাখার অভিযোগ পাওয়া গেছে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় আহত ছাত্রকে উদ্ধার করে থানায় অভিযোগ করেছেন ছাত্রের মা। জানা গেছে, উপজেলার সোনারগাঁও পৌরসভাধীন ষোলপাড়া গ্রামের ইসলাম মিয়ার ছেলে ইমরান হোসেন পার্শ্ববর্তি ভট্টপুর এলাকার ‘দাওয়াতুল কোরআন হাজী গিয়াসউদ্দিন প্রধান মাদ্রাসা ও এতিমখানা’য় নাজেরা শাখার আবাসিক ছাত্র হিসেবে অধ্যায়নরত। মাদ্রাসার শিক্ষক মনির হোসেন গত শুক্রবার রাতে ঘুমন্ত ছাত্র ইমরানকে তার কক্ষে ডেকে নিয়ে হাত পাসহ শরীর টিপে দিতে বলে। ছাত্র ইমরান নিজে অসুস্থ থাকায় শিক্ষকের শরীর টিপে দিতে অপারগতা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে শিক্ষক মনির হোসেন বেতের লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে হাত, পা ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত করে।...