১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৫ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৫ পিএম গাইবান্ধার সুন্দরগঞ্জে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানসহ অপরাধী ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ সুন্দরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পৌরশহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাহিরগোলা জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা সভাপতি হাফেজ খায়রুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা রবিউল ইসলাম, মুফতী মোবাশ্বের আহমেদ, সহ-সেক্রেটারি মাওলানা রাফিউল ইসলাম সোহেল, অর্থ ও প্রকাশনা সম্পাদক আব্দুল আজিজ মিয়া, পৌর সভাপতি হাফেজ মাওলানা হারুন অর রশিদ এবং ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি শাহাজ উদ্দিন রিয়াজ প্রমুখ। বক্তারা বলেন, জনগণের...