রিটার্নিং অফিস জানিয়েছে, ডোপ টেস্টে পজিটিভ ধরা পড়লে বা পরীক্ষা না দিলে প্রার্থিতা বাতিল হবে। এছাড়া তফসিল অনুযায়ী কয়েকজন প্রার্থী নিজ উদ্যোগে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। চূড়ান্ত তালিকায় সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজিব হোসেন (ফলিত গণিত), আবু সুফিয়ান মুছা (ভেটেরিনারি), রাকিব (আইন), মো. আব্দুল মাজেদ সালাফি (ভেটেরিনারি), মো. রিফাত হোসাইন (আইন), নাসিম (রসায়ন), শেখ খোদারনূর ইসলাম (আইন), ইয়াছিন আল মৃদুল দেওয়ান (বাংলা) ও মো. নির্জন (আইন)। সাধারণ সম্পাদক (জিএস) পদে রয়েছেন মো. রায়হান খান (ভেটেরিনারি), আফসানা মিমি (এমপিবিএমই), মো. অন্তু দেওয়ান (আইন) ও রিদুয়ানুল ইসলাম মানিক (বিএমবি)। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. জাহিদ হাসান (কৃষি), শিফাতুর রহমান শিশির (ইংরেজি) ও সামিউল হাসান শোভন (এমপিবিএমই)। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ওবাইদুর রহমান সবুজ (বিবিএ), জাহিদ হাসান (আইন), খন্দকার আব্দুর রহিম...