১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৩ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৩ পিএম ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সম্প্রতি অসুস্থ গরু জবাই ও মাংসে পানি প্রয়োগের চাঞ্চল্যকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছরিয়ে পরে। তারই ধারাবাহিকতায় ১৫ই সেপ্টেম্বর সোমবার বিভিন্ন গরুর মাংসের দোকান, জবেহ স্থান ও জবেহ উপযুক্ত গরু সরেজমিনে পরিদর্শন করেন বালিয়াডাঙ্গী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. মাহমুদুল হাসান বিপুল। ভেটেরিনারি সার্জন মাহমুদুল হাসান সোমবার সকালে প্রতিটি মাংস বিক্রেতার জবেহ উপযুক্ত গরুর স্বাস্থ্য পরীক্ষা করেন এবং ক্রেতাদের জন্য সুস্থ ও নিরাপদ মাংস নিশ্চিত করার বিষয়ে নির্দেশ প্রদান করেন। তিনি ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, অসুস্থ বা অস্বাস্থ্যকর পশু জবাই করলে এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় তিনি আরও জানান, মানুষের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে প্রতিটি পশু জবাইয়ের আগে...