শারদীয় দুর্গোৎসবকে ঘিরে রাজশাহীর সর্বত্র এখন উৎসবের আমেজ। জেলার গ্রাম থেকে শহর— সবখানেই চলছে মণ্ডপ সাজানোর কাজ আর প্রতিমা নির্মাণের ব্যস্ততা।এ বছর জেলাজুড়ে মোট ৪৬২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যার মধ্যে ৩৮২টি গ্রামীণ এলাকায় এবং ৮০টি মহানগরে। আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব।রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার।তিনি বলেন, দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের প্রাণের উৎসব। পূজাকে ঘিরে প্রতিটি মণ্ডপে প্রতিমা তৈরির কাজ জোরেশোরে চলছে। উৎসব যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে জন্য জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।ক্ষুদে ফুটবলার জিসানকে তারেক রহমানের উপহারতিনি আরও বলেন, পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক...