ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, কাতারে গত সপ্তাহের হামলার পরও হামাস নেতাদের ওপর নতুন করে হামলার সম্ভাবনা নাকচ করেননি। তিনি স্পষ্ট করে বলেছেন, ‘যেখানেই থাকুক না কেন, তারা রেহাই পাবে না।’ হামলা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, প্রতিটি দেশই ‘নিজ সীমান্তের বাইরে গিয়ে হলেও নিজেকে রক্ষা করার অধিকার’ রাখে। মিত্র দেশ কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলের হামলায় সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক বিশ্বেও বিষয়টি নিয়ে সমালোচনা হয়েছে। হামাস জানিয়েছে, ওই হামলায় ছয়জন নিহত হয়েছে, তবে তাদের নেতারা বেঁচে গেছেন। হোয়াইট হাউস কদিন আগে জানিয়েছিল, ট্রাম্প কাতারকে আশ্বস্ত করেছেন, ‘সেখানে এমন ঘটনা আর ঘটবে না। ’ এর পরপরই নেতানিয়াহু এমন মন্তব্য করলেন। হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা ছিল কি না— এমন প্রশ্ন করলে নেতানিয়াহু...