ফরিদপুর-৪ সংসদীয় আসন পুনর্নিধারণ করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ জ্বালাও পোড়াওয়ের মধ্যে এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করেছেন স্থানীয় কয়েকজন। সোমবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. জহিরুল হক শাহজাদা মিয়া এবং জিয়া শিশুকিশোর সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শাহ আলম রেজাসহ আরও ১৬ জন এটি দায়ের করেছেন। রিটকারীদের পক্ষে আবেদনটি করেন আইনজীবী মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব। এতে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবকে বিবাদী করা হয়েছে। সোমবার সীমানা পুনর্নিধারণের সিদ্ধান্ত বাতিল দাবিতে আন্দোলনরতরা ভাঙ্গা থানায় ঢুকে গাড়ি ভাঙচুর এবং উপজেলা পরিষদে আগুন দেয়। পূর্বঘোষিত অবরোধ কর্মসূচি ঘিরে প্রশাসনের জোর নিরাপত্তার মধ্যেই এ ঘটনা ঘটে। এরপর বিকালে রিট আবেদন দায়ের করা হয় হাই কোর্টে। রিটকারী আইনজীবী পল্লব সাংবাদিকদের বলেন, ফরিদপুর-৪ ও ফরিদপুর-৫ আসন ২০০৮ সালের পূর্ব পর্যন্ত দুটি...