যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ডের জন্য ১২ জনকে মনোনীত করেছিল আগেই। সেই তালিকায় ছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি। তিনি ক্রীড়া, কলা ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখায় এ অ্যাওয়ার্ড পেয়েছেন। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পুরস্কার হিসেবে সবাইকে ক্রেস্ট ও ১ লাখ টাকা করে দেওয়া হয়েছে। পুরস্কার পাওয়ার পর উচ্ছ্বসিত আফঈদা খন্দকার নিজের ফেসবুক পেজে প্রতিক্রিয়া দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫। আজকের এই অর্জন আমার জন্য এক অবিস্মরণীয় মুহূর্ত। প্রধান উপদেষ্টা মহোদয় ড. মুহাম্মদ ইউনূস স্যারের হাত থেকে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৫ গ্রহণ করতে পেরে সত্যিই গর্বিত ও কৃতজ্ঞ।’ ‘আমার...