দীর্ঘ ৩৪ বছরের বেশি সময়ের বর্ণিল কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন পুলিশের অতিরিক্ত আইজিপি সরদার তমিজউদ্দীন আহমেদ। এ উপলক্ষে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার পেশাগত ও ব্যক্তিজীবনের নানান দিক সম্পর্কে স্মৃতিচারণ করেন পুলিশ কর্মকর্তারা। সভাপতির বক্তব্যে আইজিপি বলেন, সরদার তমিজউদ্দীন আহমেদ বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। আইজিপি তার সুন্দর জীবন ও সুস্থতা কামনা করেন। বিদায়ী অতিরিক্ত আইজিপি সবার প্রতি কৃতজ্ঞতা জানান এবং দোয়া কামনা করেন। সভায় অতিরিক্ত আইজিপি, ঢাকার...