অভিনেতা ও সাবেকমন্ত্রী আসাদুজ্জামান নূরের চারটি ফ্ল্যাট ও ১০ কাঠা জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে তার ১৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন আমলে নিয়ে সোমবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আবেদনে বলা হয়, নূরের অর্জিত সম্পদ সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায়নি। তবে তদন্তকালে পাওয়া তার নামের এসব স্থাবর ও অস্থাবর সম্পদ যেন তিনি অন্যত্র হস্তান্তর ও স্থানান্তর করতে না পারেন এজন্য তা জব্দ ও অবরুদ্ধ করা প্রয়োজন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, তিনটি ফ্ল্যাটের মধ্যে রমনার দুটি ফ্ল্যাটের মূল্য যথাক্রমে এক কোটি ৩৩ লাখ ৯০ হাজার ও তিন কোটি ২৪ লাখ ৫০ টাকা; গুলশানের ৩৬৬০ বর্গফুটের ফ্ল্যাটের (অর্ধেকাংশ) মূল্য চার কোটি ৩৬ লাখ ৭৭ হাজার টাকা। বড়...