জুলাই হত্যাকাণ্ডের অনেক মামলায় নিরীহ মানুষকে আসামি করে হয়রানি, চাঁদাবাজী ও হেনস্তার অভিযোগ ওঠার পর অন্তর্বর্তী সরকার এসব মামলার ব্যাপারে নানা ধরনের সতর্কতার কথা বললেও বাস্তবে কোনো কাজ হচ্ছে না। মিথ্যা, হয়রানিমূলক মামলা চলছে অবিরাম। জুলাই গণ অভ্যুত্থানের সময়ের হত্যাকাণ্ডে জড়ানো মিথ্যা মামলার জোয়ারে প্রতিদিন যোগ হচ্ছে নানা ধরনের মিথ্যা মামলা।পুলিশও করছে এমন মামলা। সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গত ৭ সেপ্টেম্বর আটক করে শাহবাগ থানায় গত ২৮ আগস্ট দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১' নামের একটি সংগঠনের আয়োজন করা মুক্তিযুদ্ধ ও সংবিধান বিষয়ক আলোচনা অনুষ্ঠানে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করার অভিযোগ তুলে আলোচনাসভায় উপস্থিত ১৬ জনকে কারাগারে পাঠানো হয়। এক জামায়াত নেতার উপস্থিতিতে কিছু লোক মব সন্ত্রাস চালিয়ে যথাযথ অনুমতি সাপেক্ষে আয়োজিত...