পোলার আইসক্রিমের পৃষ্ঠপোষকতায় জাতীয় স্কুল হ্যান্ডবলের ২৯ তম আসর শুরু হচ্ছে বৃহস্পতিবার। প্রতিযোগিতার প্লেট পর্বে বালক বিভাগে ১৬ টি ও বালিকা বিভাগে ১০ টি স্কুল এবারের আসরে অংশ নিচ্ছে। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন এই আসরে ব্যতিক্রম আনছে। প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাটে। প্লেট পর্ব শেষে ২৩ সেপ্টেম্বর শুরু হবে কাপ পর্ব। যেখানে গত স্কুল প্রতিযোগিতার বালক ও বালিকা বিভাগের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী দল ও প্লেট পর্বের ১ হতে ৭ম স্থান অধিকারীসহ মোট ১০ দল দুই গ্রুপে বিভক্ত হয়ে লিগ পদ্ধতিতে খেলবে। প্লেট পর্বের চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলকে এবং কাপ পর্বের ১ম থেকে ৪র্থ স্থান অধর্জনকারী দলকে পুরস্কার প্রদান করা হবে। কাপ পর্ব থেকে ৬টি দল নিয়ে সুপার সিক্স অনুষ্ঠিত হবে। সুপার সিক্স হতে ৪টি দল...