১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ পিএম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা ও নিখোঁজ এম ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, সিলেট-২ আসন অবহেলিত ছিল ইলিয়াস আলী এমপি নির্বাচিত হওয়ার পরে ৫ বছরে এ জনপদে অভূতপূর্ণ উন্নয়ন উপহার দিয়েছেন। যার জন্য এখনো মানুষের হৃদয়ে তার নাম রয়েছে। এরপরে অনেকেই এমপি হয়েছেন কিন্তু তারা ভাঙাচুরা রাস্তাগুলোও সংস্কার করতে পারেনি। তিনি বলেন, বিশ্বনাথ ও ওসমানী নগরের রাস্তাঘাট সংস্কারের জন্য আমরা কথা বলেছি। কর্তৃপক্ষ আমাকে আশ্বাস দিয়েছে কিছুদিনের মধ্যে রাস্তাঘাট সংস্কার করা হবে। তিনি বলেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসার আহবান জানান তিনি। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের নয়াবাজার মখরম আলী প্রাথমিক বিদ্যালয় মাঠে সদর ইউনিয়নের ৭,৮ ও ৯ নং...