১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৮ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৮ পিএম টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক হতে ২৮ রান প্রয়োজন লিটন কুমার দাসের। এমন মাইলফলকের সামনে দাঁড়িয়ে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপে ‘বি’ গ্রুপে মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবেন বাংলাদেশ অধিনায়ক লিটন। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক অলরাউন্ডার সাকিব আল হাসান। ১২৯ ম্যাচের ১২৭ ইনিংসে ২ হাজার ৫৫১ রান করেছেন ২০০৬ সালে অভিষেক হওয়া সাকিব। ২০১৫ সালে টি-টোয়েন্টিতে অভিষেকের পর এখন পর্যন্ত ১১২ ম্যাচের ১১০ ইনিংসে ২ হাজার ৫২৪ রান করেছেন লিটন। সাকিবকে টপকে যেতে ২৮ রান প্রয়োজন লিটনের। ব্যাট হাতে বর্তমানে দারুণ ছন্দে আছেন লিটন। শেষ ৫টির মধ্যে তিন ইনিংসে হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। এর মাধ্যমে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়েন লিটন। গেল...