দেশে তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার। এখন হিসেবে আসুন এই কোটিপতির মধ্যে আপনিও কি একজন! কি বলছেন ব্যাংক কর্মকর্তারা? বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, কোটি টাকার হিসাব মানেই যে সব কোটিপতি ব্যক্তি— এমনটি নয়। অনেক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সংস্থা এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানও কোটি টাকার বেশি অর্থ জমা রাখে। তাছাড়া একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান একাধিক ব্যাংক হিসাব খুলতে পারেন। ফলে একই ব্যক্তি বা প্রতিষ্ঠানের একাধিক কোটি টাকার হিসাবও থাকতে পারে।দেশের ব্যাংক খাতে কোটি টাকার বেশি জমা থাকা অ্যাকাউন্টধারীর সংখ্যা আবারও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের মার্চ শেষে যেখানে এ ধরনের হিসাবের সংখ্যা ছিল ১ লাখ ২১ হাজার ৩৬২টি, জুন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৭ হাজার ৩৩৬টিতে। অর্থাৎ মাত্র তিন মাসে নতুন করে ৫ হাজার ৯৭৪টি কোটি...