“খেলার সময় বোলিং-ব্যাটিং করেছি। কোচ হিসেবে এসব শিখিয়েছি। কিন্তু এখানে যে কত কিছু শিখছি…!”, হাসতে হাসতে বলছিলেন বিসিবির কোচ ও সাবেক জাতীয় পেসার সাইফুল ইসলাম। জাতীয় নির্বাচক ও সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক বললেন, ‘পিএইডি করে ফেলছি…!” পিএইচডি না হলেও নতুন অভিজ্ঞতা হচ্ছে বটে সাইফুল-রাজ্জাকদের। বিসিবির ‘লেভেল থ্রি’ কোচিং কোর্সে অংশ নিচ্ছেন তারাসহ মোট ৩০ জন। তারা সবাই সাবেক জাতীয় ক্রিকেটার। খেলোয়াড়ি জীবন শেষে তাদের অনেকেই কোচিংকে পেশা হিসেবে বেছে নিয়েছেন, কেউ কেউ আছেন ক্রিকেট প্রশাসনে বা না ভূমিকায়। সোমবার থেকে পাঁচদিন তাদের পরিচয় ‘লেভেল থ্রি’ কোচিং কোর্সের মনোযোগী ছাত্র। সেই ২০০৯ সালে বাংলাদেশে একটি লেভেল থ্রি কোচিং কোর্স হয়েছিল। তবে সেটি ছিল আইসিসি ও এসিসির উদ্যোগে। বিসিবির উদ্যোগে লেভেল থ্রি কোর্স এটিই প্রথম। বাংলাদেশের অনেক কোচ, যারা লেভেল টু করেছেন...