গাজীপুর মহানগরীর পূবাইল এলাকার বালু নদীতে ভাসমান অবস্থায় মানিক রোজারি নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নৌকা ভ্রমণে গিয়ে মদ্যপান অবস্থায় মানিক পানিতে পড়ে তলিয়ে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মানিক রোজারি (৪৫) গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার বাগদী গ্রামের গেদু রোজারিওর ছেলে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর পুবাইলের ৪১নং ওয়ার্ডের ছিকুলিয়া শ্মশান ঘাট এলাকার বালু নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, শনিবার মানিকসহ স্থানীয় যুবকেরা একসঙ্গে লঞ্চে করে বালু নদী এলাকায় পিকনিকের উদ্দেশ্যে বের হওয়ার পর রাতে মানিক নিখোঁজ হন। এ সময় বিভিন্ন এলাকায় মানিককে খুঁজে না পেয়ে মানিকের স্ত্রী লিমা রোজারিও কালিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মানিক...