নেত্রকোনার কেন্দুয়ায় প্রতারণা করে বিয়ের ফাঁদে ফেলে তিন নারীকে চীনে পাচারের চেষ্টা করা হয়। এ ঘটনায় চীনা নাগরিকসহ দুজনকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে কেন্দুয়া পৌর সদরের সল্পকমলপুর গ্রামের রুবেল মিয়ার বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটকদের কেন্দুয়া থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে। আটক হওয়া চীনের নাগরিকের নাম লি ওই হাও (৩২)। আর তার সহযোগী হলেন মো. ফরিদুল ইসলাম (৩৪)। তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সুখদেব পশ্চিমপাড়া গ্রামের আবদুল হানিফ মিয়ার ছেলে। উদ্ধার হওয়া নারীরা হলেন- কেন্দুয়া পৌরসভার কমলপুর গ্রামের আলফা আক্তার (১৮), একই উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগ্গডা গ্রামের মহর উদ্দিনের মেয়ে লিজা আক্তার (২০) ও জামালপুর জেলার মেলান্দহ থানার মৃত বছির উদ্দিনের মেয়ে বৃষ্টি আক্তার (১৭)। পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দিবাগত রাত ১০টার দিকে জেলার কেন্দুয়ার সল্পকমলপুর...