জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন, ইসলামি ও জাতীয়তাবাদী শক্তির দুর্বার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচনা হয়েছে। এই দুই শক্তির মাঝে ঐক্য থাকলে আমাদের কেউ পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। জুলাই বিপ্লবের পর দেশবাসী সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি দেশপ্রেমিক ইসলামি মূল্যবোধে বিশ্বাসী সরকারকে ক্ষমতায় দেখার জন্য প্রহর গুনছেন। দুঃখের সঙ্গে বলতে হয়, নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, ষড়যন্ত্র ও চক্রান্ত ততই বৃদ্ধি পাচ্ছে। দেশবাসীকে এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে হবে। সোমবার বিকালে যুগান্তর ভবনে দৈনিক যুগান্তর সম্পাদক কবি আব্দুল হাই শিকদারের সঙ্গে সাক্ষাতকালে তারা এসব কথা বলেন। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা আব্দুর রহীম ইসলামাবাদীর নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, সহসভাপতি মাওলানা...