ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে নির্বাচিত হল সংসদ নেতাদের দোকানদারদের জরিমানা করা নিয়ে উঠেছে বিতর্ক। খাবারে ক্ষতিকর টেস্টিং সল্ট রাখার অভিযোগে দুই হলের তিন জন দোকানদারকে জরিমানা করেছেন নবনির্বাচিত হল সংসদ নেতারা। এমনকি আরেকটি হলে দোকানদারদের ভয় দেখানোর অভিযোগও রয়েছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, হল প্রশাসনের অনুমতি ছাড়া এ ধরনের জরিমানা করার কোনো আইনগত বৈধতা নেই। জানা যায়, ১২ সেপ্টেম্বর মাস্টারদা সূর্যসেন হলে এক দোকানে এক কেজি টেস্টিং সল্ট মজুত ও রান্নায়ায় ব্যবহারের অভিযোগে ওই হল সংসদের নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) আজিজুল হক দোকানদারকে তিন হাজার টাকা জরিমানা করেন। এ নিয়ে একটি লিখিত চুক্তিও হয়। চুক্তিতে উল্লেখ করা হয়, জরিমানার টাকা তিন দিনের মধ্যে না দিলে দোকানের চুক্তিনামা বাতিলের জন্য হল অফিসে সুপারিশ করা হবে এবং জরিমানার অর্থ হল অফিসের মাধ্যমে আদায়...