বিরাট কোহলি, বাবর আজম কিংবা মোহাম্মদ রিজওয়ান- টি-টোয়েন্টি ক্রিকেটে রানের মাইলফলক মানেই এতদিন ছিল এই তারকাদের দাপট। এবার সেই তালিকায় নাম লিখলেন সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। এশিয়া কাপে সোমবার ওমানের বিপক্ষে ৫৪ বলে ৬৯ রানের ইনিংস খেলার পথে ক্যারিয়ারের ৩ হাজার রান পূর্ণ করেছেন তিনি। ২৯ বছর বয়সী এই ওপেনার মাত্র ১,৯৪৭ বলে এই মাইলফলক ছুয়েছেন, যা ইতিহাসে সবচেয়ে কম বল খেলে অর্জিত রেকর্ড। ভেঙেছেন ইংল্যান্ডের জস বাটলারের রেকর্ড (২,০৬৮ বল)। ১,৯৪৭ – মোহাম্মদ ওয়াসিম২,০৬৮ – জস বাটলার২,০৭৭ – অ্যারন ফিঞ্চ২,১১৩ – ডেভিড ওয়ার্নার২,১৪৯ – রোহিত শর্মা শুধু বলের দিক থেকেই নয়, ইনিংস সংখ্যার বিচারে ওয়াসিম জায়গা করে নিয়েছেন...