১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৬ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৬ পিএম নেপালে জেন জি বিক্ষোভের সময়ে প্রাণ হারানোদের ‘শহিদের’ মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিল সুশীলা কার্কির নেতৃত্বাধীন অন্তবর্তী সরকার। পাশাপাশি নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী বুধবার (১৭ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় শোকদিবস পালনেরও ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে নিহতদের পরিবারকে এককালীন ১৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) অন্তবর্তী সরকারের মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ওমপ্রকাশ আরিয়াল। সমাজমাধ্যমের উপরে নিষেধাজ্ঞা জারিকে কেন্দ্র করে গত সপ্তাহেই অগ্নিগর্ভ হয়ে উঠেছিল এভারেস্টের দেশ হিসাবে পরিচিত নেপাল। গত সোমবার (৮ সেপ্টেম্বর) সমাজমাধ্যমের উপরে জারি নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে রাজপথে নামে জেন জি। সংসদ ভবনে ঢোকার চেষ্টা চালায় আন্দোলনকারীরা। সেই সময় নিরাপত্তা বাহিনীর ছোড়া গুলিতে প্রাণ হারান ২০ বিক্ষোভকারী। ফলে পরিস্থিতির আরও...