অধ্যাপক শেলী বলেন, Democracy is a form of government in which every one has a share in it. অর্থাৎ ‘যে সরকার ব্যবস্থায় সাধারণ জনগণের অংশগ্রহণ নিশ্চিত থাকে তাকে গণতন্ত্র বলে।’সারকথা জনগণের অভিপ্রায় সদৃশ শাসনব্যবস্থার অভিধাই গণতন্ত্র। অন্যভাবে বলতে গেলে, গণতন্ত্র হলো এমন একটি শাসন ব্যবস্থা যা সম্পূর্ণরূপে জনসমষ্টির ইচ্ছাধীনে পরিচালিত।এখন আসছি এ নিবন্ধের প্রধান বিষয় গণতন্ত্র ও ইসলামের সম্পর্ক নিয়ে :গণতন্ত্র বিষয়ে অনেকে ব্যাখ্যা প্রদান করেন যে, ‘বর্তমানে যে কয়টি রাজনৈতিক মতবাদ প্রচলিত আছে, তন্মধ্যে গণতন্ত্র অন্যতম ধর্মহীন। ধর্মহীন জাতীয় গণতন্ত্র মতবাদটি ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এবং জাতীয়তাবাদ এই তিনটি মতাদর্শের সমন্বয়। তারা আরও যোগ করেন যে, এই তিনটি মতবাদ একটি সুদৃঢ় যোগসূত্রে বাঁধা।এ বিষয়ে আমার ধারণা হলো- বাংলাদেশে যে উদ্দেশ্যে ১৯৭২ সালে সংবিধানে ধর্মনিরপেক্ষতা সংযুক্ত করা হলো - ধর্ম নিরপেক্ষতার অর্থ...