ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি কাতারে অনুষ্ঠিত জরুরি আরব-ইসলামী শীর্ষ সম্মেলনে ন্যাটো-স্টাইলের সমবায় নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগের প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, ‘যে কোনো আরব বা ইসলামী দেশের ওপর হামলা হলে তা সকলের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে গণ্য হবে।’ সোমবার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা। শীর্ষ সম্মেলনে আল-সুদানি বলেন, ‘যেকোনো আরব বা ইসলামী দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা আমাদের যৌথ নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ।’ তিনি একটি ‘যৌথ আরব-ইসলামী কমিটি’ গঠনের প্রস্তাব করেছেন, যা তাদের অবস্থান জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে পৌঁছে দেবে। তিনি যোগ করেন, ‘আমাদের একটি বাস্তব সুযোগ রয়েছে একটি পরিষ্কার বার্তা পাঠানোর, যা নিশ্চিত করবে যে আমাদের দেশের নিরাপত্তা কোনো আলোচনার বিষয় নয়।’ আরও পড়ুনআরও পড়ুনইসরাইলকে রুখতে সুনির্দিষ্ট পরিকল্পনা চায় জর্ডান আল-সুদানি কাতারের ওপর হামলাকে ‘সীমা অতিক্রম...