ক্যাটরিনার পরনে সাদা ঢিলেঢালা কোঅর্ড সেট। সেই সঙ্গে টাইট করে বাঁধা পনিটেল। কোনো মেকআপ নেই শরীরে! মুখ মাস্কে ঢাকা রয়েছে। অত্যন্ত ধীর গতিতে বোটের সিঁড়ি বেয়ে উঠছেন অভিনেত্রী। আর বোটে ওঠা পর্যন্ত রাস্তায় স্ত্রীকে আগলে রেখেছেন ভিকি কৌশল। গত জুলাই মাসে এ তারকাদম্পতির এমন ক্যামেরাবন্দি দৃশ্য ক্যাটরিনার মা হওয়ার গুঞ্জনে হাওয়া দিয়েছিল। মাস দুয়েক পার হতে না হতেই এবার সেই জল্পনা আরও এক ধাপ বৃদ্ধি পেয়েছে কৌশল পরিবারের ঘনিষ্ঠ এ ব্যক্তির মন্তব্য! একটি সূত্রে জানা গেছে খবর, প্রথম সন্তানের অপেক্ষায় ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। আর মাত্র মাস দেড়েকের অপেক্ষা, তার পরই কৌশল পরিবারের নতুন সদস্য আসছে। সূত্রটি বলছে, চলতি বছর অক্টোবর মাসের শেষের দিকে কিংবা নভেম্বর মাসের গোড়ার দিকে সন্তানের মা হচ্ছেন ক্যাটরিনা কাইফ। যদিও তারকাদম্পতির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে...