ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ২০:২৮:৪৭ বাজারে অসুস্থ গরু জবাই, মাংস মাটিতে পুতে রাখল প্রশাসন NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। কুড়িগ্রাম:কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টার সময় মাংসসহ কসাইকে আটক করে জনতা।সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ভূরুঙ্গামারী বাজারের মাংস পট্টিতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভূরুঙ্গামারী বাজারের কসাই শাহিনুর আলম অসুস্থ একটি গরু জবাই করে। গরুটির চামড়া ও মাংসে লাম্পী রোগের ক্ষত দেখতে পায় জনতা। তারা বিষয়টি ভূরুঙ্গামারী হাসপাতালের সেনিটারী ইন্সপেক্টর আবু বক্কর সিদ্দিককে জানান। উপজেলা প্রাণিসম্পদ অফিসের মাঠকর্মী নুর মোহাম্মদকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা পান।এসময় পশু জবাইয়ের ছাড়পত্র দেখাতে পারেনি। পরে রোগাক্রান্ত গরুর মাংস জব্দ করে সেগুলো পুঁতে ফেলা হয়। স্থানীয় জমির আলী, মহিবুল...