সপ্তাহ তিনেক আগে তিনি পশ্চিমবঙ্গে এসেছিলেন ‘রাজনৈতিক’ কর্মসূচিতে। এ বার এসেছিলেন পুরোদস্তুর ‘সরকারি’ কর্মসূচিতে। দুই সফরের ফারাক বহিরঙ্গে যেমন ধরা পড়েছে, তেমনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের আচরণেও বুঝিয়েছেন, দুই কর্মসূচির ফারাক সম্পর্কে তিনি সচেতন। রাজনৈতিক মন্তব্য বা সমাজমাধ্যমে পোস্ট তো নয়ই, নিজের দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে আলাদা দেখাসাক্ষাৎও এই সফরে করেননি মোদী। বরং সোমবার দুপুরে কলকাতা ছাড়ার আগে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর মাধ্যমে ‘নমস্কার’ জানিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।ভারতীয় সেনার পূর্ব কম্যান্ডের সদর দফতর বিজয় দুর্গে (সাবেক ফোর্ট উইলিয়াম) তিন দিনের ‘যৌথ সেনাপতি সম্মেলন ২০২৫’ শুরু হল সোমবার থেকে। দেশের সামরিক ও নাগরিক নেতৃত্বের মধ্যে সর্বোচ্চ স্তরের মত বিনিময়ের জন্য এই সম্মেলন প্রতি দু’বছর অন্তর হয়। সম্মেলনের উদ্বোধন করতে রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী কলকাতায় আসেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে প্রটোকল মেনে...