নারায়ণগঞ্জ:নারায়ণগঞ্জে স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার পর শিপলু নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের বাবুরাইল বৌ বাজার এলাকায় পলাশ নামে এক ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- হাবিবুল্লাহ শিপলু (৩৫), মোহিনী আক্তার মীম (২৫) ও আফরান (৪)। জানা যায়, বিকেলে স্থানীয়রা ও শিপলুর আত্মীয়-স্বজন পুলিশে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শিপলুর লাশ দেখতে পায় পুলিশ। এ সময় অপর রুম থেকে শিপলুর স্ত্রী মীম ও তাদের চার বছরের ছেলে আফরানের লাশ উদ্ধার করা হয়। বাবুরাইল এলাকার একটি সমিতির ম্যানেজার ছিলেন শিপলু। ২০২১ সালে সমিতির কার্যক্রম বন্ধ হয়ে যায়। সমিতির টাকার বেশ কিছু লেনদেন বকেয়া ছিল শিপলুর। সমিতির গ্রাহকরা প্রায়ই টাকা পরিশোধের জন্য শিপলুকে চাপ দিতেন। এই...