সোমবার (১৫ সেপ্টেম্বর) বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের ছেলে আরাভের বয়স হলো ২৩ বছর। সেই বিশেষ দিনে গর্বিত বাবা ছেলের জন্য লিখলেন এক আবেগঘন নোট। সোশ্যাল মিডিয়ায় অক্ষয় একটি সুন্দর ছবি শেয়ার করেন ছেলে আরাভের সঙ্গে। সেখানে তিনি গর্বভরে নিজেকে আরাভের ‘বিশ্বস্ত সহচর’ আখ্যা দেন। নোটে লিখেন,“শুভ ২৩তম জন্মদিন, আরাভ! যখন আমি তেইশে ছিলাম, তখন শিখছিলাম কীভাবে পর্দায় মানুষকে মারধর করতে হয়… আজ তুমি প্রতিদিন আমাকে হারিয়ে দিচ্ছ। টেকনোলজি, ফ্যাশন, এমনকি ডিনার টেবিলের বিতর্কেও। দেখতে দেখতে তুমি এত বড় হয়ে গেলে, তুমি আমায় আমার নিজের গল্পে গর্বিত ‘বিশ্বস্ত সহচর’ বানিয়ে দিয়েছো। ভালোবাসি তোমায়, বেটা। গত ২৩ বছর আমার জীবনের সেরা সময়, কারণ তুমি আমার সঙ্গে আছো।”এই আবেগমিশ্রিত বার্তায় বাবা-ছেলের সম্পর্কের উষ্ণতা আর মজার মুহূর্ত একসঙ্গে ধরা দিয়েছে। ছেলের সঙ্গে অক্ষয়ের ছবিটি...