নীলফামারী সদরের চাঁদের হাট ডিগ্রি কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদের নবীনবরণ এবং ক্লাসের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলেজের আইসিটি ভবনে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মো. সহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. হোসেন আল-হেলাল। এ সময় উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আবুল কালাম আজাদসহ অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ। উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ মো. সহিদুল ইসলাম বলেন, “২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি সকল শিক্ষার্থীদের প্রতি আমার অবিরাম ভালোবাসা। দীর্ঘ ১০ বছরের অধ্যবসায়ের পর মাধ্যমিক শিক্ষা পেরিয়ে আজ প্রথম দিন উচ্চমাধ্যমিকে শুরু করছো। যে স্বপ্ন নিয়ে আজ কলেজে এসেছে, তা আমাদের আনন্দিত করেছে। তোমাদের যাত্রা শুভ হোক এবং দেশ ও জাতির কল্যাণে সত্যিকারের ফল বয়ে আনুক—এই প্রত্যাশা আমাদের।” অধ্যক্ষ...