এশিয়া কাপে ভারত-পাকিস্তানের হাত না মেলানোর বিতর্ক আরও এক ধাপ এগোল। এখন বিষয়টি কেবল মাঠের বাইরের আলোচনায় সীমাবদ্ধ নয়, সরাসরি টুর্নামেন্টে টিকে থাকা না থাকার প্রশ্নে গিয়ে ঠেকেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সোমবার আইসিসিকে হুঁশিয়ারি দিয়েছে— তাদের দাবি না মানা হলে এশিয়া কাপ থেকে দলকে প্রত্যাহার করতেও তারা পিছপা হবে না।ভারতের বিপক্ষে ম্যাচ শেষে হাত মেলানো নিয়ে যে নাটক শুরু হয়েছিল, সেটিকে ঘিরেই মূলত এই নতুন ঝড়। রোববার দুবাইয়ে ম্যাচ শেষে পাকিস্তানি ক্রিকেটাররা যখন ভারতীয় ড্রেসিং রুমের সামনে সার বেঁধে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন, তখন সূর্যকুমার যাদব-শিভম দুবে কোনো ভ্রুক্ষেপ না করেই ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেন। সেই ঘটনার পরই ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ তোলে পিসিবি।বোর্ডের দাবি, টসের সময় পাইক্রফট নাকি দুই অধিনায়ক— সূর্যকুমার যাদব ও সালমান...