পাহাড়ি জনপদ লামায় কলা চাষ এখন শুধু ফল চাষ নয়—একটি সম্ভাবনার নাম। দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে স্থানীয় ক্ষুদ্র চাষিরা উৎপাদিত কলা বাজারে পৌঁছে দিচ্ছেন অক্লান্ত পরিশ্রমে। এই কলা ছড়িয়ে পড়ছে দেশের নানা প্রান্তে—চট্টগ্রাম, কক্সবাজার, এমনকি ঢাকায়ও। ফলে পাহাড়ের অর্থনীতিতে আসছে নতুন গতি। কিন্তু যোগাযোগ ব্যবস্থা বেহাল দশা হওয়ায় টোল খরচ আদায় করা হচ্ছে।চাষিরা জানান, পাহাড়ি মাটিতে সারা বছরই কলা উৎপাদন হয়, তবে বর্ষা মৌসুমে ফলন সবচেয়ে বেশি। লামা অঞ্চলে বাংলা কলা ও চম্পা কলা প্রধান হলেও চাপা সরবি ও সাগর কলারও আবাদ হচ্ছে উল্লেখযোগ্য হারে। আগস্ট থেকে অক্টোবর—এই সময়টিতে সবচেয়ে বেশি কলা বাজারে আসে।পাহাড়ের বিভিন্ন প্রত্যন্ত এলাকা—নাইক্ষ্যং, চিকনঝিরি, টিয়ারঝরি থেকে প্রতিনিয়ত কলা বাজারে আনেন পাহাড়ি বাঙালি চাষিরা। তবে যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা এবং বাজারজাতকরণের সীমাবদ্ধতায় তারা ন্যায্য দাম পাচ্ছেন না...