১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৭ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৭ পিএম শরীরের জন্য নানা ভাবে উপকারী মাষকলাই (ঠাকরী কালাইয়ের ডাল) লালমনিরহাটে ধীরে ধীরে বিলুপ্তির পথে ধাবিত হচ্ছে। সরকারের পৃষ্ঠপোষকতার অভাব আর চাষিদের অনাগ্রহের কারণে প্রতি বছরই মাষকলাই চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। ফলে স্বল্প পরিসরে যে চাষ হচ্ছে, তা নেহাতই নিজেদের খাওয়ার জন্য। কৃষকরা মনে করেন, সহজ শর্তে ঋণ ও প্রশিক্ষণ সুবিধা পেলে তারা আবারও মাষকলাই চাষে আগ্রহী হয়ে উঠতে পারেন। সরেজমিন ঘুরে চাষিদের কাছ থেকে এমন তথ্যই পাওয়া গেছে। লালমনিরহাটের বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, ২৫-৩০ বছর আগের তুলনায় এবার মাষকলাইয়ের তেমন চাষই হয়নি। প্রায় ৯৯ শতাংশ মাঠে মাষকলাইয়ের কোনো অস্তিত্বই নেই। যে মাঠগুলোতে একসময় সবুজ মাষকলাই শস্যে ভরে থাকত, সেখানে এখন ধান বা বিভিন্ন সবজি চাষ হচ্ছে। কৃষকদের...