বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, নগদ টাকার ব্যবহার কমাতে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক । অর্থাৎ ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্য রয়েছে। কেননা বাংলাদেশে নগদ টাকার চাহিদা প্রতিবছর ১০ শতাংশ হারে বাড়ছে। কয়েক বছর ধরেই হারটি একই রকম। এই প্রবণতা ভাঙতে ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও স্বচ্ছ করতে কেন্দ্রীয় ব্যাংক একীভূত তাৎক্ষণিক পেমেন্ট সিস্টেম চালুর প্রস্তুতি নিচ্ছে। এছাড়া দেশের স্থানীয় সরকারের সব পর্যায়ে থেকে যেকোন ট্রেড লাইসেন্স নিতে হলে কিউআর কোড বাধ্যতামূলক করা হচ্ছে। যদিও এ প্রচেষ্ঠা আগেই শুরু হয়েছিল। আমরা সেটিকে এগিয়ে নিতে চাচ্ছি। সোমবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘স্টেকহোল্ডার ডিসকাশন অন ইন্টারঅপারেবল পেমেন্টস ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। পলিসি রিসার্স ইন্সটিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. খুরশিদ আলমের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর...