নেপালে টানা দুদিনের সহিংস বিক্ষোভে অন্তত ৭২ জন নিহত হওয়ার পর দেশজুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়ে এবং দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে অভিযুক্ত কেপি শর্মা অলির সরকারের পতন হয়। এ পরিস্থিতিতে নেপালের জেন-জিরা এক অভূতপূর্ব পথে হাঁটল—গেমারদের জনপ্রিয় প্ল্যাটফর্ম ডিসকর্ডে অনলাইন ভোটের মাধ্যমে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেছে নেয় তারা। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠন ‘হামি নেপাল’ তাদের ডিসকর্ড চ্যানেল ‘ইয়্যুথ এগেইনস্ট করাপশন’-এ ভোটের আয়োজন করে। দেড় লাখের বেশি সদস্যের এই চ্যানেলে ঘণ্টাব্যাপী উত্তপ্ত আলোচনায় উঠে আসে দুর্নীতি দমন, কর্মসংস্থান, বিশ্ববিদ্যালয় সংস্কার, স্বাস্থ্যসেবা ও পুলিশের জবাবদিহিসহ নানা ইস্যু। অবশেষে ভোটের মাধ্যমে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মনোনীত করা হয়। ৭৩ বছর বয়সি সুশীলা কার্কি ১২ সেপ্টেম্বর শপথ নেন। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কারণেই তিনি জনপ্রিয়তা পান। বিচারপতি থাকাকালে ২০১২...