এশিয়া কাপ সুপার ফোরে খেলতে বাংলাদেশকে মেলাতে হবে কঠিন সমীকরণ। সেটির বড় পরীক্ষা আফগানিস্তানের বিপক্ষে, জিততেই হবে ম্যাচ। টাইগারদের পরীক্ষার আগে দলটির পেসার নাবীন উল হক কাঁধে চোট পেয়ে ছিটকে গেলেন এশিয়া কাপ থেকেই। মঙ্গলবার লিটন-হৃদয়রা মুখোমুখি হবেন আফগানিস্তানের। সংযুক্ত আরব আমিরাতে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় নামবে দুদল। নবীনকে আফগানিস্তানের এশিয়া কাপ দলে রাখা হলেও ফিটনেসের কারণে টুর্নামেন্টের উদ্বোধনী একাদশে জায়গা করে নিতে পারেননি। আফগান ক্রিকেট বোর্ড জানিয়েছে, তারকা পেসার কাঁধের চোট থেকে সেরে উঠছেন, কিন্তু বাকি খেলাগুলোর জন্য এসিবির মেডিকেল টিম তাকে ফিট ঘোষণা করেননি। নবীন নিবিড় চিকিৎসা এবং...