রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্রপ্রতিনিধি নির্বাচন উপলক্ষে ২৪ ও ২৫ সেপ্টেম্বর দুদিন ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসউদ এ তথ্য জানান। ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অ্যাকাডেমিক ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে। অধ্যাপক মাসউদ বলেন, “ভোটগ্রহণ যেহেতু সব অ্যাকাডেমিক ভবনে অনুষ্ঠিত হবে তাই ২৪ তারিখ প্রস্তুতি এবং ২৫ সেপ্টেম্বর ভোটগ্রহণের কারণে অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনা করা...