এশিয়া কাপে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে ধাক্কা খেয়েছে আফগানিস্তান। বাকি আসর থেকে ছিটকে গেছেন ফাস্ট বোলার নাভিন-উল-হাক। তার বদলি হিসেবে ডাক পেয়েছেন আরেক পেসার আব্দুল্লাহ আহমাদজাই। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) সোমবার বিবৃতিতে জানায়, কাঁধের চোট থেকে নাভিন এখনও পুরোপুরি সেরে ওঠেননি। পুরোপুরি সেরে ওঠার আগ পর্যন্ত নিবিড় চিকিৎসা ও পুনর্বাসন চালিয়ে যাবেন তিনি। এশিয়া কাপে আফগানিস্তানের প্রথম ম্যাচের একাদশে ছিলেন না নাভিন। ২৫ বছর বয়সী ক্রিকেটার সবশেষ আফগানিস্তানের হয়ে খেলেছেন ২০২৪ সালের ডিসেম্বরে, জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে। দেশের হয়ে এখন পর্যন্ত ৪৮ টি-টোয়েন্টিতে তার উইকেট ৬৭টি। এই বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টিতে ডারবান সুপার জায়ান্টসের হয়ে আট ম্যাচ খেলে ৫ উইকেট শিকার করেন তিনি। পরে জুনে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে পাঁচ ম্যাচে ৮ উইকেট নেন তিনি এমআই নিউ...