ইরানের পরমাণু শিল্পকে সামরিক হামলা দিয়ে ধ্বংস করা যাবে না। সোমবার (১৪ সেপ্টেম্বর) ভিয়েনায় ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)-এর বার্ষিক সাধারণ সম্মেলনে এমনটাই জানালেন ইরানের পরমাণু প্রধান মোহাম্মদ এসলামি। তিনি তার ভাষণে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের পরমাণু স্থাপনায় বেআইনি হামলার অভিযোগ তোলেন। ৬৯তম সাধারণ সম্মেলনে দেওয়া ভাষণে এসলামি বলেন, ‘ইরানের শত্রুদের জানা উচিত, আমাদের পরমাণু শিল্পের শিকড় অনেক গভীরে এবং সামরিক হামলা চালিয়ে তা নির্মূল করা সম্ভব নয়। ইরান কোনো ধরনের রাজনৈতিক বা সামরিক চাপে নতি স্বীকার করবে না এবং নিজেদের অধিকার ত্যাগ করবে না।’ তিনি আরও বলেন, আইএইএ-এর সঙ্গে তেহরানের সহযোগিতা ব্যাপক এবং ধারাবাহিক ছিল। কিন্তু তিনি অভিযোগ করেন যে, ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে হওয়া আগ্রাসী কর্মকাণ্ডের নিন্দা করতে সংস্থাটি ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ‘আমাদের আনুষ্ঠানিক অনুরোধ সত্ত্বেও, সংস্থাটি...