যুবনেতৃত্বাধীন প্রতিষ্ঠান প্রেভেইল ফাউন্ডেশন তাদের প্রথম প্রকল্প চালু করতে যাচ্ছে, যার লক্ষ্য সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও সৃজনশীলতার মাধ্যমে ক্ষমতায়ন করা। ফ্যামিলিজ ফর চিলড্রেন (এফএফসি) শিরোনামের এই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার উত্তরা ১০ নম্বর সেক্টরের রোড ২২, হাউস ৩৪-এ উদ্বোধন করা হবে। এ অনুষ্ঠানে ১০০ জন শিশুকে একত্রিত করে একদিনের শেখা, সৃজনশীলতা এবং আনন্দে ভরপুর একটি দিন উপহার দেওয়া হবে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই প্রোগ্রামের অংশ হিসেবে প্রতিটি শিশুকে একটি স্টেশনারি কিট প্রদান করা হবে, যার মধ্যে থাকবে একটি ডায়েরি স্টাইলের খাতা, পেন্সিল, রাবার, শার্পনার, স্কেল এবং একটি জিপার পাউচ — যা অনেক শিশুরই প্রয়োজনীয় হলেও প্রায়শই তাদের নাগালের বাইরে থাকে। ফাউন্ডেশন জানায়, এই কিটগুলো শিশুদের পড়ালেখা চালিয়ে যাওয়ার এবং কল্পনার জগতে প্রবেশ করার জন্য উৎসাহ ও প্রেরণার প্রতীক। দিনব্যাপী এই...