বরখাস্ত করা হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আন্তর্জাতিক ক্রিকেট ডিরেক্টর উসমান ওয়াহালাকে। খবর, ভারত-পাকিস্তান ম্যাচের ‘হ্যান্ডশেক’ বিতর্কের জেরে পিসিবি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসীন নাকভি তাকে বরখাস্ত করেছেন। একইসময়ে পাকিস্তান ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কোড অব কন্ডাক্ট ভাঙা ও এমসিসির স্পিরিট অব ক্রিকেট ভঙ্গ করার দাবি তুলে অভিযুক্ত করেছে। তাকে এশিয়া কাপের আসর থেকে অপসারণের জন্য আইসিসির কাছে আবেদনও করেছে পিসিবি। ঘটনার শুরু ছিল টসের পর। পাকিস্তান অধিনায়ক সালমান আলীর সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ম্যাচ শেষেও পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়ে মাঠ ছাড়েন সূর্যকুমার ও শিভম দুবে। ভারতের বাকি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা সাজঘর থেকে নামেননি। অন্যদিকে পাকিস্তান দল ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে অপেক্ষা করছিল মাঠে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া...