বিখ্যাত স্প্যানিশ অভিনেতা জাভিয়ার বারদেম এমি অ্যাওয়ার্ডসের জমকালো আসরে কেফিয়াহ পরে ফিলিস্তিনের প্রতি সংহতির বার্তা দিলেন। অন্যদিকে এক ইহুদি অভিনেত্রী তুললেন ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান! সব মিলিয়ে এমির এবারের আসরটি ছিলো অন্যরকম রোমাঞ্চকর! ইসরায়েলের গাজায় চালানো নৃশংসতার বিরুদ্ধে সরব বিশ্বের প্রায় সাড়ে ৪ হাজার অভিনয়শিল্পী, নির্মাতা ও সিনেমা সংশ্লিষ্ট কলাকুশলীরা। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে এমির মতো বিশাল আয়োজনেও তাই ঘুরে ফিরে আসে গাজা প্রসঙ্গ! এমির এবারের আয়োজনে লিমিটেড সিরিজ বিভাগে অস্কারজয়ী অভিনেতা জাভিয়ার বারদেম নেটফ্লিক্সের ‘মনস্টারস: দ্য লেইলি এন্ড এরিক মেন্ডেজ স্টোরি’ সিরিজে ‘সেরা পার্শ্ব অভিনেতা’ হিসেবে মনোনীত ছিলেন। যদিও তিনি পুরস্কার জিততে পারেননি। পুরস্কার গেছে কিশোর বয়সী ব্রিটিশ অভিনেতা ওয়েন কুপারের হাতে (অ্যাডোলেসেন্স), তবুও বারদেম নিশ্চিত করেছেন তার বার্তা যেন সবার কাছে পৌঁছায়। এমিতে এসে কী বার্তা দিয়েছেন জাভিয়ার বারদেম?...