বর্তমানে ভারত-আমেরিকা সম্পর্ক এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি। হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি অ্যানা কেলির সাম্প্রতিক বিবৃতিতে বলা হয়েছে, কূটনৈতিক, প্রতিরক্ষা এবং বাণিজ্যিক অগ্রাধিকারের নানা বিষয়ে ভারত ও আমেরিকার মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রয়েছে। তবে ভারতের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।বিশ্লেষকদের একাংশ মনে করছেন, দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্ব থাকা সত্ত্বেও দুই দেশের সম্পর্কের বর্তমান অবস্থা স্বাভাবিক নয়। তাঁদের মতে, অদূর ভবিষ্যতে সম্পর্ক আগের পর্যায়ে ফিরে আসার সম্ভাবনাও খুব ক্ষীণ।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক অবস্থান এই টানাপোড়েনের মূল কারণ বলে মনে করছেন কূটনীতিকরা। একদিকে তিনি ভারতের অর্থনীতিকে ‘মৃত অর্থনীতি’ বলে কটাক্ষ করছেন, অন্যদিকে রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার শাস্তি হিসাবে ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত ২৫-৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এসবের পরেও নয়াদিল্লি থেকে তেমন কোনো কড়া প্রতিক্রিয়া দেখা যায়নি,...