সবচেয়ে বড় ভুল হলো ময়েশ্চারাইজার না ব্যবহার করা। অনেকের ধারণা, তৈলাক্ত ত্বকে ময়েশ্চারাইজার লাগালে তেলতেলে ভাব আরও বেড়ে যায়। কিন্তু সত্য হলো, ত্বকের আর্দ্রতা বজায় রাখতে ময়েশ্চারাইজার অপরিহার্য। ত্বক যখন শুষ্ক হয়ে যায়, তখনই অতিরিক্ত তেল নিঃসরণ শুরু করে। ফলে ব্রণ ও ফুসকুড়ি বেড়ে যায়। তাই সবসময় হালকা, ওয়াটার-বেসড ও অয়েল-ফ্রি ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি। অয়েলি স্কিনের যত্নে টোনারের ভূমিকা অনেক। ভালো মানের টোনার ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখে এবং রোমছিদ্র টাইট করে। অনেকেই টোনার ব্যবহার করেন না বা অ্যালকোহলযুক্ত টোনার ব্যবহার করেন। যা ত্বক অতিরিক্ত শুষ্ক করে দেয়। ফলে ত্বক আরও বেশি তেল উৎপাদন করে। তাই সবসময় অ্যালকোহল-মুক্ত টোনার বেছে নেওয়াই উত্তম। অয়েলি স্কিনে গরম বা ঈষদুষ্ণ পানি একেবারেই মানানসই নয়। এতে ত্বকের প্রাকৃতিক তেল দ্রুত উঠে যায়। আর...