চট্টগ্রাম:নগরের ব্যস্ততম আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় সন্ধ্যা ৬টার আগে কোনো হকার ব্যবসা চালাতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা পরিদর্শনকালে মেয়র এ নির্দেশনা দেন।তিনি নির্দেশ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে কঠোর তৎপর থাকতেও বলেন। মেয়র বলেন, আগ্রাবাদ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা।এই এলাকার শৃঙ্খলার সাথে দেশের জাতীয় ও আন্তর্জাতিক অর্থনৈতিক লেনদেন জড়িত। এখানে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা আসেন। অবৈধ হকারদের কারণে এখানে ট্রাফিক শৃঙ্খলা নষ্ট হচ্ছে। তাই নির্ধারিত সময় এবং শৃঙ্খলা বজায় থাকাটাই মূল উদ্দেশ্য। খাবারের ভাসমান স্টলগুলো আমরা সন্ধ্যা শুরুর আগে সাড়ে পাঁচটা/পাঁচটা থেকে বসার সুযোগ দিচ্ছি যাতে অফিস ফেরত মানুষ সহজে খাবার খেয়ে যেতে পারেন। কিন্তু খাবার ছাড়া অন্য কোনো দোকান-হকারকে সন্ধ্যা ছয়টার আগে বসতে দেওয়া হবে না। যারা নিয়ম ভাঙবে...