এবার আফগানিস্তানের বিপক্ষে সবকিছু গুছিয়ে নামতে হবে বাংলাদেশকে। কারণ প্রতিপক্ষ এগিয়ে যাচ্ছে একদিকে, বাংলাদেশ যাচ্ছে অন্যদিকে। বিশেষ করে মাঝের ওভারে রান তোলায় এমনিতেই পিছিয়ে আছে বাংলাদেশ। এর ওপর আফগানদের স্পিন আক্রমণ। তবে দলের খেলোয়াড়দের উপর ভরসা আছে স্পিন কোচ মুশতাক আহমেদের। শেষ ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসেছিলেন তিনি। সংবাদ সম্মেলনে মুশতাক বলেন, ‘আমি চিন্তিত মাঝের দিককার ওভারগুলো নিয়ে। যদিও তিনটা সিরিজ জিতে এসেছি। এখনকার পরিস্থিতি সম্পর্কে আমরা জানি। আমরা বিশ্বাস করি, আমাদের ব্যাটসম্যানরা যদি ১৬০-১৭০ প্লাস রান করে দিতে পারে, বোলাররা তাতে অনায়াসে প্রতিপক্ষকে আটকে রাখতে পারবে।’ আর দলের সাফল্যের পিছে কোচদের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেন মুশতাক, ‘কোচ হিসেবে আমাদের দায়িত্ব খেলোয়াড়দের জয়ের মানসিকতা ফিরিয়ে নিয়ে আসা। আমরাও সেটাই করছি, যাতে খেলোয়াড়রা চাপ না নিয়ে উপভোগ...