জুলাই সনদ নিয়ে সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। সোমবার রাজধানীতে এক সেমিনারে তিনি এ কথা বলেন। আখতার হোসেন বলেন, ‘আমরা এমন সংবিধান চাই যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে, গণমানুষের অধিকার সমুন্নত থাকবে। জুলাই সনদ নিয়ে সংকট তৈরি হয়েছে। শুধু মুখে অঙ্গীকার করলেই হবে না, এর আইনি ভিত্তি চাই।’ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা কাটছে না বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। ছয় মাস ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার প্রস্তাব নিয়ে নিরলস আলোচনা হয়। নোট অব ডিসেন্টসহ ৮৪ বিষয়ে একমত হয় দলগুলো। তবে জটিলতা দেখা দেয় বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। এরই মধ্যে সাত দফা অঙ্গীকারনামার ভিত্তিতে জুলাই জাতীয় সনদের খসড়াও চূড়ান্ত হয়েছে। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন চাওয়ার...