ফুটবল দুনিয়ায় বয়স কেবল একটি সংখ্যা— এ কথা যেন নতুন করে প্রমাণ করে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪০ বছর বয়সেও সৌদি প্রো লিগের আল-নাসরের হয়ে মাঠ কাঁপাচ্ছেন এই পর্তুগিজ তারকা। তার সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ ওয়েস ব্রাউন তাই রোনালদোকে আখ্যা দিয়েছেন ‘সুপারম্যান’ হিসেবে। ওয়েস ব্রাউন বিশ্বাস করেন, রোনালদো এখনো বিশ্বের অনেক নামী স্ট্রাইকারের চেয়ে ভালো। যদিও তিনি আর ক্যারিয়ারের সেরা ফর্মে নেই, তবুও তার গোল করার ক্ষুধা, মানসিক দৃঢ়তা ও মাঠে প্রভাব বিস্তারের ক্ষমতা এখনও তুলনাহীন। ব্রাউনের ভাষায়, ‘তিনি থামেন না। তিনি ভাঙেন না। এখনও নিয়মিত গোল করেন এবং অনেক স্ট্রাইকারের চেয়ে এগিয়ে।’ রোনালদো সম্প্রতি আল-নাসরের সঙ্গে আরও দুই বছরের চুক্তি করেছেন, যা তাকে ৪২ বছর বয়স পর্যন্ত সৌদি প্রো লিগে রাখবে। তার শারীরিক ফিটনেস ও পেশাদারিত্ব এতটাই অনন্য যে, বিশেষজ্ঞরা...