শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির নিয়মিত ক্লাশ শুরু হয়েছে ১৫ সেপ্টেম্বর থেকে। সারাদেশের ন্যায় রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজেও অনুষ্ঠিত হয়েছে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাশ। দিনের শুরুতেই নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল আলম, উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম এবং শিক্ষক-শিক্ষিকাগণ। অধ্যক্ষ শ্রেণিকক্ষ পরিদর্শন করেন এবং আন্তরিকভাবে শুভেচ্ছা বিনিময় করেন নবাগত ছাত্রছাত্রীদের সাথে। এসময় অধ্যক্ষ মো. জিয়াউল আলম বলেন, ‘মাইলস্টোন কলেজে তোমাদের সকলকে স্বাগতম। আজকের দিনটি হোক এগিয়ে চলার প্রেরণা। এই পথ চলা তোমাদের...